খেলা

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে সহজেই হারালো ইংল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার (২৫ আগস্ট) লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংলিশরা।

এইদিন ৬ উইকেটে ২০৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরির পরও ৩২৬ রানের বেশি পার করতে পারেনি তারা।

তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রানে থামেন কামিন্দু। এছাড়া দীনেশ চান্দিমাল করেন ৭৯ রান।

লঙ্কানদের দেয়া ২০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বেন ডাকেট (১১) ও অধিনায়ক ওলি পোপ (৬) নিজেদের ইনিংসটা বেশি একটা বড় করতে পারেননি।

এরপর ড্যান লরেন্স (৩৪), হ্যারি ব্রুক (৩২) ও জ্যামি স্মিথকে (৩৯) সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রাখেন রুট। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ৬২ রানে অপরাজিত থাকা এই ইংলিশ ব্যাটার।

এর আগে প্রথম ইনিংসে ২৩৬ রান করে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। সেই জবাবে জ্যামি স্মিথের সেঞ্চুরিতে লিড নিয়ে ৩৫৮ রান তোলে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

সেই সুবাদে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়ে ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে নিয়েছেন স্মিথ। আগামী ২৯ আগস্ট লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button