খেলা

প্রথম টেস্টে শরিফুলকে দলে পাচ্ছে বাংলাদেশ

আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই টাইগার বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসক। সে হিসেবে ১৫ মে থেকে শুরু হওয়া টাইগারদের প্রথম টেস্টে পাওয়া যাবে শরিফুলকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চোটের জন্য খেলতে পারেনি শরিফুল ইসলাম। চোট নিয়েই দেশে ফিরেছিলেন ওয়ানডে সিরিজ খেলে। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এই বাঁহাতি বোলার। সেখানের চিকিৎসকই জানান, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

আর তাই চট্টগ্রাম টেস্টে শরিফুলকে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রোটিয়া সফর থেকে ডারবান টেস্টের পর দেশে চলে আসেন শরিফুল। উন্নত চিকিৎসার জন্য বিরতি চেয়েছিলেন। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচ খেলেছেন। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসেই ঈদের পর টাইগার স্কোয়াডে যোগদান করবে এই বাঁহাতি পেসার।

 

Related Articles

Leave a Reply

Back to top button