প্রথম ওয়েব সিরিজে ‘জিম্মি’ জয়া

ঢাকা : ছোটপর্দায় আবির্ভাব ঘটলেও দুর্দান্ত অভিনয়ে দুই বাংলার বড় পর্দায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের এ অভিনয় শিল্পী এবার ওয়েব সিরিজে নাম লিখেছেন।
নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। জয়ার জন্য ‘জিম্মি’ ওয়েব সিরিজটি বিশেষ। কেননা এ প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের আপনাকে টেনেছে, এমন প্রশ্নে জয়া বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সে সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সঙ্গে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।
‘মহানগর’, ‘সাবরিনা’র পর দর্শকদের জিম্মি করতে আবার আসছেন আশফাক নিপুণ। নতুন সিরিজ নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। নিপুণ বলেন, আমি ‘জিম্মি’ নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এ সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।
জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সে অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুণ বলেন, জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সে প্রত্যাশা পূরণ করেছেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ ‘জিম্মি’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।