অর্থ বাণিজ্য

প্রতি কেজি পেঁয়াজ ১২০।

সরকারের নানা পদক্ষেপেও পেঁয়াজের দর কিছুতেই কমছে না। গত কিছুদিন ধরে প্রতি কেজি ৯০ ও ১০০ এর মধ্যে থাকলেও এবার একলাফে উঠলো ১২০ টাকা। এ অবস্থায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বললেন, এই সমস্যা আরও এক মাসখানেক পারে।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্যমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ সমস্যাটা সত্যি বলতে কী আরও একমাস থাকবে।
মিশরের পেঁয়াজ বাজারে ঢুকলে দাম কমে আসবে বলে আশাবাদের কথা জানান মন্ত্রী।
বন্যার কারণে গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপরপরই বাংলাদেশে পেঁয়াজের দাম ৩০ টাকা থেকে ১০০ টাকায় উঠে যায়।
পরিস্থিতি সামাল দিতে তখন মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে আমদানি শুরু করে সরকার। এছাড়া টিসিবির মাধ্যমে বিক্রি এবং আড়তগুলোতে অভিযানের পর দাম কিছুটা কমলেও এখন ১২০ টাকায় এসে ঠেকেছে।

Related Articles

Leave a Reply

Back to top button