জাতীয়

প্রতিমা ধ্বংসকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৫ ফেডারেশনের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২ প্রতিমা ধ্বংসে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ জাতীয় ভিত্তিক ১৫টি পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক ফেডারেশনের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে তারা জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২টি প্রতিমা ধ্বংসের ঘটনা যে সুপরিকল্পিত চক্রান্ত এবং সমাজের সম্প্রীতি নষ্টের জন্য দেশবিরোধী চক্রের কারসাজি তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমরা শক্ত হাতে এই অপরাধী চক্রের ঘৃণ্য অপতৎপরতা দমনের জোর দাবি জানাচ্ছি।

তারা আরও জানায়,  এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই যোগ্যতা ও দক্ষতা রয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা ও শৈথিল্য জাতি বরদাশত করবে না। এক ধর্মের উপাসনালয়ে আঘাত সকল ধর্মের অবমাননা। আমরা স্থানীয় জনগণসহ দেশবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ দ্বারা বাংলাদেশের সম্প্রীতি কলুষিত করার সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।

বিবৃতিদাতা সংগঠনগুলো হচ্ছে,  ১.সম্মিলিত সাংস্কৃতিক জোট ২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ৩. জাতীয় কবিতা পরিষদ ৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ৫.বাংলাদেশ পথ নাটক পরিষদ ৬. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ৭. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ ৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ ৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ১০.যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ ১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র ১২. বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ ১৩,বাংলাদেশ গ্রাম থিয়েটার ১৪. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ১৫. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।

Related Articles

Leave a Reply

Back to top button