আদালত
প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে সময় চেয়েছেন ফারদিনের বাবা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদনের সময় চেয়েছেন মামলার বাদী ও ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ওই আবেদন মঞ্জুর করে শুনানির জন্য আগামী ১৬ মার্চ দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক। এদিন আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
গণমাধ্যমে তিনি জানান, তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তিনি এবং পরবর্তী নির্ধারিত তারিখে এর বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করবেন বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।