জাতীয়

প্রতিদিনই বাড়ছে ভ্যাকসিন প্রত্যাশির সংখ্যা

গনটিকার চতুর্থ দিনে উৎসবের আমেজে চলছে টিকাদন। রাজধানীর টিকাদান কেন্দ্রগুলেতো প্রতিদিনই বাড়ছে ভ্যাকসিন প্রত্যাশির সংখ্যা। এরই মধ্যে বেশ কয়েটি হাাপাতালের নির্ধারিত কোটা ফুরিয়ে যাওয়ায় কিছুটা বিপাকে পরছেন সাধারণ মানুষ। করোনার টিকায় যে মানুষের আস্থা ক্রমেই বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে আসলেই সহজেই বোঝা যায় সকাল আটটা বাজতে না বাজতেই দীর্ঘ লাইন।
প্রতিদিনই বাড়ছে ভ্যাকসিন প্রত্যাশির সংখ্যা
বাংলাদেশের মতো এমন উন্নয়নশী দেশে থেকেও এতো দ্রুত টিকা দিতে পেরে স্বস্তি ছিলো সবার। তবে এরই মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতলের নির্ধারিত কোটা শেষ হওয়ায় এখানে যারা স্পট রেজিস্ট্রেশন করছেন তাদের নিবন্ধন হলেও যেতে হচ্ছে ভিন্ন কেন্দ্রে। এতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন অনেকেই।
এই হাসপাতালেই আজ করোনার টিকা নেন প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা। বারোটা নাগাদ টিকা নেন গওর রিজভী, ঘন্টাখানিক পরে স্বপরিবারে টিকা নেন সালমান এফ রহমান। আইনমন্ত্রী আনিসুল হকও টিকা নেন কুর্মিটোলায়।
করোনার টিকা নিতে মঙ্গলবার পর্যন্ত প্রায় সাত লাখ মানুষ সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button