করোনাজাতীয়

প্রজ্ঞাপন জারি, কাল থেকে সারা দেশে কঠোর লকডাউন

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় সংক্রমণ ঠেকাতে সারা দেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ আরোপ করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত এ কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে।

এসময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার (২৮ জুন) থেকেই কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বাজেট অধিবেশন ও ব্যাংকের জুন ফাইনালের কারণে সে অবস্থান থেকে সরে এসে ৩০ জুন পর্যন্ত সীমিত পরিসরে বিধিনিষেধ আরোপ করা হয়।

আর আগামীকাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের যে কঠোর লকডাউন দেয়া হচ্ছে, সেটি পরিচিতি পেয়েছে ‘শাটডাউন’ নামে।

এক বছরেরও বেশি সময় করে করোনা মহামারিতে ধুঁকছে বাংলাদেশ। গত বছরের শেষ দিকে কয়েক মাস করোনার প্রকোপ কিছুটা কমেছিল। তবে এ বছরের মার্চ থেকে সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়তে শুরু করলে ৫ এপ্রিল থেকে বিধিনিষেধের আওতায় আসে দেশ।

৫ এপ্রিল থেকে প্রথমে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে তা আরও দু’দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। কিন্তু দেশে এরইমধ্যে সংক্রমণ পরিস্থিতি এপ্রিলের মতোই ভয়াবহ আকার ধারণ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button