বিনোদুনিয়া

প্রকাশ পেল কেকে’র গাওয়া শেষ গান

‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘আঁখো মে তেরি’র মতো হিট গান উপহার দেওয়া সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) গেলবছর (৩১ মে) মারা যান।
২৬ বছরের কেরিয়ারে কে কে তামিল, তেলেগু, মালায়লামসহ আরও বেশকিছু ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মারাঠি ভাষাতেও।
মারা যাওয়ার ২ মাস আগে শেষ মারাঠি গান রেকর্ড করেছিলেন কেকে। যা থাকবে আসন্ন মারাঠি সিনেমা ‘আমব্রেলা’য়। কেকে-র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই গানটি প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম। এটি কেকে-র গাওয়া শেষ মারাঠি গান। ২০১৪ সালে মারাঠি ভাষায় প্রথম গান গেয়েছিলেন কেকে।
কেকে’র রেকর্ড করা এই শেষ গানটির নাম ‘একান্ত হাওয়া’।

Related Articles

Leave a Reply

Back to top button