অপরাধ-আদালতএনএনবি বিশেষ

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আসামি শাহিদ খান পাপ্পু

যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গণহত্যা

ঢাকা : ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে ‘ছাত্র-জনতার বিজয় উৎসবে’ ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন। এটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল, যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ৩৬ দিন ধরে চলা বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান।

ভয়াবহ সেই ঘটনার প্রায় বছর হতে চললো। কিন্তু ওই ঘটনার একাধিক মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরাফেরা করছে। নিজের ব্যবসাও পরিচালনা করছেন।

গেল বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনায় অনেকের মতো নিহত হন একটি কারখানার সুপারভাইজর ও স্থানীয় বাসিন্দা আসাদুল হক।

জানা গেছে, বাবুর মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না—বরং এটি ছিল জুলাই মাসে যাত্রাবাড়ীতে সংঘটিত এক ভয়ঙ্কর গণহত্যার অংশ, যেখানে পুলিশের গুলিতে একাধিক সাধারণ মানুষ নিহত হন। পুলিশ কিংবা দুর্বৃত্তদের গুলিতে তিনি সরাসরি বুকের ডান পাশে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অনুসন্ধানে জানা যায়, এই বর্বর হামলার পেছনে হাত রয়েছে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাম্মেদ ইমতিয়াজ মান্নাফি ওরফে গৌরবের ঘনিষ্ঠ সহযোগী ও ন্যাশনাল ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সত্ত্বাধিকারী শাহিদ খান পাপ্পু।

পাপ্পু তার কারখানায় কাউন্সিলরের অনুগত গুন্ডা বাহিনীকে আশ্রয় দিতেন এবং সেই কারখানাই ছিল অবৈধ অস্ত্রের গোপন ভাণ্ডার। ধারণা করা হচ্ছে, ওই হামলায় ব্যবহৃত অস্ত্রও সেখান থেকেই সরবরাহ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গৌরব ও পাপ্পুর নেতৃত্বে বহুদিন ধরেই যাত্রাবাড়ী ও ওয়ারীতে গ্যাং কালচার তৈরি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে বিঘ্নিত।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফির ছেলে, সাবেক কাউন্সিলর আহাম্মেদ ইমতিয়াজ মান্নাফি ওরফে গৌরব পলাতক আছেন। তবে আরেক আসামি পাপ্পু এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছেন। নিজের ব্যবসা সামলাচ্ছেন।

নিহতের পরিবারের দাবি, “আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ গ্রেফতার করছে না। আসাদুল হত্যা মামলার অন্যতম আসামি ওয়ারীর যোগীনগরে অবস্থিত ন্যাশনাল ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সত্ত্বাধিকারী শাহিদ খান পাপ্পু। তাকে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। প্রতিদিনই ব্যবসা প্রতিষ্ঠানে বসেন।

ভুক্তভোগীর পরিবার আরও জানায়, আমরা বিচার চাই। আসাদুল কোনো রাজনৈতিক লোক ছিল না, কোনো অপরাধ করেনি। সে শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিল।”

আসাদুল হকের হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

Related Articles

Leave a Reply

Back to top button