করোনাজাতীয়

পোশাক কর্মীদের করোনার টিকা দেয়া শুরু

রেজিস্ট্রেশন ছাড়া শুধু এনআইডি কার্ড দেখিয়ে নিচ্ছেন পোশাক শ্রমিকরা।

রোববার (১৮জুলাই) থেকে কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম কারখানায় পোশাক শ্রমিকদের করোনার টিকা প্রদান শুরু হয়।

টিকা কার্যক্রম প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

এসময় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সব পোশাকশ্রমিক-কর্মকর্তাদের টিকার আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, পোশাকশ্রমিকদের জন্য গার্মেন্টসে গার্মেন্টসে গিয়ে টিকা দিচ্ছি। এ কাজটি করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমাদের টিমকে প্রশিক্ষিত করেছি, ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষিত করেছি। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি।

আজ চারটি গার্মেন্টসে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেয়া হবে ১২ হাজার টিকা।

আগামীকাল ৮টা গার্মেন্টসের শ্রমিকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

Related Articles

Leave a Reply

Back to top button