আন্তর্জাতিক

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত নিহত ৫, আহত ৭

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা । সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি বিমানক্ষেত্রের হ্যাঙ্গারের ওপর বিমানটি আছড়ে পড়ে। এতে ৫ জন নিহতের পাশাপাশি আরও ৭জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম নিজেলস্কি।

দমকল বাহিনীকে উদ্ধৃত করে পোল্যান্ডের গণমাধ্যম জানায়, আবহাওয়া খারাপ থাকায় লোকজন ওই হ্যাঙ্গারটিতে আশ্রয় নিয়েছিল। দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নভাকস্কা বৃন্দা বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ‘সম্ভাব্য কারণ’ আবহাওয়া।

খ্রিশ্চিহ্ন গ্রামের ঘটনাস্থলের উদ্দেশ্যে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার (২৯ মাইল) দূরে। পোল্যান্ডের গণমাধ্যম বিধ্বস্ত বিমানটিকে সেসনা ২০৮ বলে শনাক্ত করেছে, জানিয়েছে বিবিসি।

স্থানীয় দমকল বিভাগ খ্রিশ্চিহ্নের বিমানক্ষেত্রে ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে। তারা ফেইসবুকে এ ঘটনার একটি ছবি পোস্ট করেছে, তাতে বিমানটির লেজের অংশটিকে হ্যাঙ্গারের বাইরে বের হয়ে থাকতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button