ক্রীড়াঙ্গন
পেলের শেষকৃত্যে না এসে সমালোচনার মুখে নেইমার

ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের স্টেডিয়ামে রাখা হয়েছে পেলের কফিনবন্দী নিথর দেহ। এই কিংবদন্তির শেষ কৃত্যে উপস্থিত হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তিনি বলেছেন, পৃথিবীর সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর অনুরোধ করা হবে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি উপস্থিত হয়েছেন কিন্তু পেলের স্নেহভাজন নেইমার কেনো আসতে পারলেন না তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই তারকার বদলে সান্তোসে তার বাবা উপস্থিত হয়েছে।
নেইমার না এসে সুদূর ফ্রান্সে তার ক্লাব পিএসজির জন্য ট্রেনিং শেষে ব্যস্ত। ক্লাবটির হয়ে অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। যেখানে সমর্থকরা বিরূপ মন্তব্য করছেন। ফুটবল কিংবদন্তিকে শেষবারের মতো দেখতে না গিয়ে উল্টো ক্লাবের ফুটবলে ব্যস্ত থাকায় তোপের মুখে পড়েছেন নেইমার।