বিনোদুনিয়া
পৃথিবীর বাইরে মহাকাশে শুটিং করতে যাচ্ছেন টম ক্রুজ

সাহসী দৃশ্যে অভিনয় করে সবসময়ই দর্শকদের চমকের মধ্যে রাখেন হলিউড তারকা অভিনেতা টম ক্রুজ।কিছুদিন আগেও কোনো স্টান্ট ছাড়া উড়োজাহাজ ধরে খোলা আকাশে ঝুলে থেকে তাক লাগিয়ে দেন দর্শকদের।
আর এবার হলিউডে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন এই তারকা। পৃথিবীর বাইরে শুটিং করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, নির্মাতা ডগ লিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করবেন টম ক্রুজ। এ ছবির শুটিং হবে মহাকাশে। সেখানে স্পেস স্টেশনে থাকবেন তিনি।
এ বিষয়ে অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে কথা বলেছেন। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাবেন এ অভিনেতা।
আর সব ধরনের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন। বিনোদন পত্রিকাগুলোর প্রতিবেদন বলছে, অন্যরকম এক রেকর্ড গড়তে চলেছেন ৬০ বছর বয়সী এ সুপারস্টার।