পুষ্টি চাহিদা পূরণে অনুমোদন পাচ্ছে গোল্ডেন রাইস।
পুষ্টি চাহিদা পূরণে, শিগগিরই অনুমোদন পাচ্ছে ভিটামিন-এ, বিটা ক্যারোটিন ও জিঙ্কসমৃদ্ধ গোল্ডেন রাইস, জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জেনেটিক্যালি মোডিফাইড অর্গানিজম বা জিএমও পদ্ধতিতে এ ধান নিয়ে গবেষণা করছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট বলেও জানান তিনি। আর, এ পদ্ধতিতে শস্য উৎপাদন করলে প্রচুর ফলন পাওয়া সম্ভব বলে মনে করেন নোবেলজয়ী ব্রিটিশ প্রাণ রসায়নবিদ স্যার রিচার্ড জে রবার্ট।
কৃষিনির্ভর বাংলাদেশে ধান ও খাদ্যশস্য নিয়ে গবেষণায় সম্প্রতি আবিস্কার হয়েছে নানা জাত। এর সাথে যুক্ত হতে যাচ্ছে জেনেটিক্যালি মোডিফাইড অর্গানিজম বা জিএমও পদ্ধতির ফসল গোল্ডেন রাইস।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ায় জিএমও শস্যের পদ্ধতি ও ব্যবহার নিয়ে আয়োজিত সেমিনারে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানান, দ্রুতই গোল্ডেন রাইস অনুমোদন দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
সেমিনারে জিএমও নিয়ে গবেষণা উপস্থাপন করেন নোবেল বিজয়ী ব্রিটিশ বিজ্ঞানী স্যার রিচার্ড জে রবার্ট। তার মতে, নিরাপদ খাদ্যশস্য উৎপাদনে এই পদ্ধতি সহায়ক।
গোল্ডেন রাইস হাইব্রিড না হওয়ায় তা সহজেই কৃষক পর্যায়ে অন্যান্য স্বাভাবিক বীজের মতো উৎপাদন ও সংরক্ষণ করা যাবে।