রাজনীতি

পুলিশ হত্যাকারীদের শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নিহত পুলিশ সদস্য মো আমিরুল ইসলাম (পারভেজ) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
সোমবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবার বাংলাদেশ স্বাধীন যুদ্ধে নেতৃত্ব দিয়ে ছিল। তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্তা করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মম ভাবে খুন হতে হবে। এই খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আমরা কোন অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় যেতে দেয়া হবে না। আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন তাহলেই আন্দোলন করবেন, অন্যথায় নয়৷
তারা আরও বলেন, আমরা শুনেছি এরমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই শুধু গ্রেফতার করলেই হবে না, এদেরকে (হামলাকারী) সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
মুক্তিযুদ্ধ সন্তান সংসদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচি শেষে এ হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয় সমাবেশ থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button