আন্তর্জাতিকজাতীয়

পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও আইজিপি বেনজীর আহমেদ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) দুপুরে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জেএফকে বিমানবন্দরে পৌঁছান মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে। দলীয় নেতাকর্মীরা তাদেরকে পৃথকভাবে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওযামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হক হায়দার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, ব্রুকলিন আওযামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল মিয়াসহ অসংখ্য দলীয় নেতাকর্মী।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।

আগামী ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button