অপরাধ-আদালত

পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেলের অনুরোধ

ফারজানা আফরিন:

নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ রোববার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, অগ্নি সন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরোনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে।’ এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পিপিদের পদক্ষেপ নিতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button