জাতীয়

পীরগঞ্জে ওসি’র বদলী বাতিলের দাবীতে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা বানোয়াট ও পরিকল্পিত ভিডিও প্রকাশের প্রতিবাদে এবং ওসির বদলির আদেশ বাতিল করার দাবীতে উপজেলা সদরে মানববন্ধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফিরোজ আলম, মেহেদী হাসান সাগর, আসাদুজ্জামান সবুজ, মেহেদী হাসান সোহেল, শফিকুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ওসি জাকির হোসেন পীরগঞ্জ থানায় যোগদানের পর উপজেলায় মাদক, জুয়া এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওসির বিরুদ্ধে এমন ষড়যন্ত্রম‚লক ভিডিও তৈরি করেছেন। পুরো বিষয়টিকে কতিপয় বালু ব্যাবসায়ীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে অবিলম্বে ওসির বদলী আদেশ বাতিলের দাবী জানান।

উল্লেখ্য, পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের বিরুদ্ধে গত ২৪ এপ্রিল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি ওসি জাকির হোসেনকে কিছু টাকা দিতে চান কিন্তু ওসি সে টাকা গ্রহণ করছেন না। পরবর্তীতে ওই ভিডিও কাণ্ডে জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে রংপুর পুলিশ লাইনে সংযুক্তের আদেশ জারি করে। এ ঘটনায় উপজেলার সর্বমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button