রাজনীতি

পিরোজপুর নেওয়া হচ্ছে সাঈদীর মরদেহ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুর নেওয়া হচ্ছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে মরদেহ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। নেতাকর্মীদের সরব উপস্থিতি আর বাধায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করেও হাসপাতাল থেকে ২০০ গজ এগিয়ে যেতে পারেনি কফিনবাহী অ্যাম্বুলেন্সটি।
এর আগে উপস্থিত জামায়াতের নেতারা বলেছিলেন, প্রশাসন অনুমতি দিলে আজ (বুধবার) বায়তুল মোকাররমে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অনুমতি না মিললে পিরোজপুরে সাঈদীর মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে তার নামাজে জানাজা হবে। যেহেতু বিএসএমএমইউতে তার (সাঈদী) অসংখ্য ভক্ত উপস্থিত হয়েছেন সেহেতু রাতে এখানেও নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে।
প্রশাসনের অনুমতি না পাওয়ায় ভোর রাতেই পিরোজপুরের উদ্দেশে মরদেহ নিয়ে রওনা হয়েছে অ্যাম্বুলেন্সটি।

Related Articles

Leave a Reply

Back to top button