আন্তর্জাতিক

পিপিই নিয়ে চীনে অনুষ্ঠিত হলো পিপিই ফ্যাশন শো

চীন আয়োজন করেছে সুরক্ষা পোশাক পিপিই নিয়ে ফ্যাশন শো’র। দেশটির দাবি, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে এটা সর্বাধুনিক। লিয়াওনিং প্রদেশে আয়োজিত চীন-ড্যানডং ফ্যাশন উইকে নানা ধরনের পিপিই প্রদর্শন করা হয়। [খবর ওপিইন্ডিয়ার]

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে যায় বিশ্বজুড়ে। অভিযোগ রয়েছে, এ ভাইরাস যেন না ছড়ায় সে বিষয়ে যথেষ্ট তৎপর ছিল না চীন। ফলে, বিশ্বজুড়ে ৬৮ মিলিয়ন লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে প্রাণ গেছে ১ দশমিক ৫৬ (১৫ লাখ ৬০ হাজার) মিলিয়ন মানুষের।

এমন পরিস্থিতিতে চীন পিপিই নিয়ে ফ্যাশন শোর আয়োজন করলো। যদিও তাদের পণ্যের মান নিয়ে বিভিন্ন দেশ অসন্তুষ্ট। বিভিন্ন দেশে চীনের পিপিই সেফটি টেস্ট পাস করতে পারেনি এবং পণ্য ত্রুটিযুক্ত প্রমাণিত হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button