জাতীয়
পিটার হাসের মন্তব্য নিয়ে মার্কিন দূতাবাসের বিবৃতি

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বৈঠকে ২৮ তারিখে রোড বন্ধের বিষয়ে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রবিবার (২২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতের এই তথ্য জানায় মার্কিন দূতাবাস।
মার্কিন দুতাবাসের পক্ষ থেকে বিবৃতিতের বলা হয়েছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বৈঠকে আগামী ২৮ অক্টোবর তারিখে রোড বন্ধের বিষয়ে কোন আলোচনা হয়নি। শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধাহীন অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন পিটার হাস।
এদিকে গণমাধ্যমে এসেছে, ‘আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট ও ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কিনা তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।’ দূতাবাসের নজরে এমন সংবাদ দৃষ্টিগোচর হলে অভিযোগ খন্ডন করেন এই বিবৃতি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পরে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিটার ডি হাস এমন মন্তব্য করতে পারেন কি না সাংবাদিকদের প্রতি এমন পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন স্বারাষ্ট্রমন্ত্রী।