বিনোদনসাহিত্য ও বিনোদন

পায়ে আঘাত পেয়ে শয্যাশায়ী শাওন

পা মচকে শয্যাশায়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নাহ কোনো নাটক বা চলচ্চিত্রের অংশ নয়। সত্যিই আহত এই অভিনেত্রী। এবং বিষয়টি তিনি নিজেই তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) রাতে এক স্ট্যাটাসে শাওন জানান, পা মচকে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে একদম শয্যাশায়ী। ফেসবুকে ব্যান্ডেজ করা সেই পায়ের ছবিও দিয়েছেন তিনি।

জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) বাম পায়ে আঘাত পেয়েছেন শাওন। আহত হওয়ার পর রাজধানীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। আগামী এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে।

এবার ঈদের বিশেষ ইত্যাদির পর্বে দেখা যাবে শাওনকে। যেখানে তাকে চঞ্চল চৌধুরীর সঙ্গে নবদম্পতির ভূমিকায় দেখা যাবে। জানা যায়, তারা দুজনে মিলে দম্পতি হয়ে একটি মিউজিক্যাল ড্রামা সুরে সুরে অভিনয়ের মাধ্যমে অনেকগুলো সমসাময়িক সচেতনতামূলক বিষয় তুলে ধরবেন।

Related Articles

Leave a Reply

Back to top button