
ঢাকা : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ষড়যন্ত্র বাস্তবায়নে সরাসরি সক্রিয় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’। সংস্থাটির প্রত্যক্ষ সম্পৃক্ততায় সক্রিয় হয়ে উঠেছে জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা।
দেশবিরোধী এই প্রকল্প সফল করতে তিন ধাপে বাস্তবায়নের ছক কষা হয়েছে। প্রথম ধাপে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে কথিত ভ্রাতৃঘাতী সংঘাত সৃষ্টি করে পার্বত্য এলাকায় সন্ত্রাস ছড়ানো। এ সংঘাতে পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালিদেরও জড়ানোর চেষ্টা চলছে।
পরবর্তী ধাপে, অস্থিরতা চরমে পৌঁছালে আন্তর্জাতিক অঙ্গনে ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘ মিশনের দাবি তুলে ধরা হবে। আন্তর্জাতিক ক্যাম্পেইনে বাংলাদেশের পার্বত্য এলাকায় অস্থিরতার চিত্র ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোসহ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার প্রাধান্য পাবে বলে জানা গেছে।
বিজু উৎসবের পর থেকেই এসব প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা তথ্য। পুরো এই কর্মকাণ্ডের সমন্বয় করছেন আওয়ামী লীগের পলাতক জনপ্রতিনিধিরা। সম্প্রতি গ্রেফতার হওয়া একাধিক অস্ত্রধারীর স্বীকারোক্তিসহ পার্বত্য এলাকা নিয়ে কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থা এসব পরিকল্পনার তথ্য পেয়েছে।
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। এই ষড়যন্ত্রের সবশেষ সংস্করণ পার্বত্য অঞ্চল তথা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা। স্বাধীনতার পর থেকেই ভারত পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার চেষ্টায় লিপ্ত।
ক্ষুদ্র জাতিসত্তার একটি অংশকে ‘অধিকারের’ নামে বিভ্রান্ত করে সন্ত্রাসের পথে ঠেলে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। অস্ত্র সরবরাহ, সীমান্ত এলাকায় প্রশিক্ষণ দেওয়া এবং আশ্রয়-প্রশ্রয়ের মাধ্যমে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে বারবার।
শুরু থেকে এসব সন্ত্রাসীর মোকাবিলায় কঠোর অবস্থান নেয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়ে শান্তিবাহিনী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রামের প্রথম সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কথিত শান্তিচুক্তির মাধ্যমে সেনাবাহিনীর কার্যক্রম সীমিত করার পথ সুগম করে ভারত। ওই চুক্তির ফলে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা থেকে সেনাবাহিনীর ২৩৯টি ক্যাম্প প্রত্যাহার করা হয়। ফলে নতুন করে সংগঠিত হয় সশস্ত্র পাহাড়ি সংগঠনগুলো।
একটি সংগঠন ভেঙে বর্তমানে জেএসএস (সন্তু), জেএসএস (সংস্কার), ইউপিডিএফ, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং কেএনএফ—এই পাঁচটি সংগঠন সক্রিয়ভাবে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভারতের গোয়েন্দা সংস্থা এসব সংগঠনের পুরোনো চ্যানেলগুলোকে নতুন করে সক্রিয় করে তুলছে। সংখ্যালঘু কার্ডে সুবিধা করতে না পেরে এবার তারা আবারও ‘অস্থির পাহাড়’ কৌশল বাস্তবায়নে ঝুঁকেছে।
মিজোরাম ও ত্রিপুরা থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা
গোয়েন্দা তথ্য অনুযায়ী, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের সামরিক শাখাগুলোর নিয়ন্ত্রকরা বর্তমানে ভারতের মিজোরাম ও ত্রিপুরায় অবস্থান করছেন। সেখান থেকেই তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন।
জেএসএস-এর অস্ত্রধারীদের মধ্যে রয়েছেন সুভাস চাকমা ওরফে জার্নাল বাবু, সুবল চাকমা (আশিষ বাবু), জ্ঞান চাকমা (কার্জন), প্রণতি বিকাশ চাকমা, পরিণতি চাকমা ও অভিযান চাকমা। ইউপিডিএফ-এর পক্ষে সজিব চাকমা, উজ্জ্বল স্মৃতি চাকমা, রঞ্জন মণি চাকমা, রজন বসু ও শ্রাবণ চাকমা অন্যতম।
তথ্য অনুযায়ী, বিজু উৎসবের সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে পার্বত্য এলাকায় ঢুকে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এসব সন্ত্রাসী। এরই মধ্যে রাঙামাটির সাজেক, উদয়পুর, বান্দরবানের দোপানিছড়া, রুমা, খাগড়াছড়ির লোগাং, পানছড়ি ও জপুই এলাকায় অস্ত্র মজুত বাড়ানো হয়েছে।
সমতলে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেনাবাহিনীর ব্যস্ততা বেড়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতাও আগের মতো নেই। আর এই সুযোগ কাজে লাগিয়ে অপতৎপরতা শুরু হয়েছে। এছাড়া কেএনএফ প্রধান নাথান বমকেও এখন ভারতের মিজোরামে রাখা হয়েছে। সেখান থেকে তাকে হল্যান্ড পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে ভারত। হল্যান্ড থেকে বাংলাদেশে ইউএন মিশন পাঠানোর আপিল ও ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর।
বিশেষজ্ঞদের বক্তব্য
পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. ছালেহ শাহরিয়ার বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে দেখতে হলে ভারতের সেভেন সিস্টারকে নিয়ে একসঙ্গে দেখতে হবে। এখানে শুধু ভারতেরই নয়- আমেরিকা, অস্ট্রেলিয়া, ইসরাইল ও জাপানের আলাদা আলাদা স্বার্থ জড়িত, যা জিও পলিটিক্যাল ‘হট স্পট’ হিসেবে চিহ্নিত।
এখানে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব পড়বে খুব সহজে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশল আর বাংলাদেশের মানুষের মধ্যে ভারতবিরোধী মনোভাবে সমতলে অস্থিরতা তৈরিতে সুবিধা করতে না পেরে এবার পার্বত্য চট্টগ্রামকে টার্গেট করেছে ভারত।
এটা শুধু গোপনে নয়, প্রকাশ্যেই করা হচ্ছে। ভারতীয় মিডিয়ায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রচার করা উসকানিমূলক তথ্যগুলো বিশ্লেষণ করলেই এই অভিযোগের সত্যতা মিলবে।
ভারতের এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে হবে। সেখানে বসবাস করা বাঙালি ছাড়াও ১৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আস্থায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে সরকারকে।
নিরাপত্তা বিশ্লেষকরা কী বলছেন
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদ উল্লাহ চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামের এই সংকট আপাতদৃষ্টিতে সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্যের লড়াই মনে হলেও এটি মূলত আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের অংশ, যা এই অঞ্চলের মানুষের জনজীবনকে বিপন্ন করার পাশাপাশি অনগ্রসর এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্নকেও বাধাগ্রস্ত করছে।
৫ আগস্টের বিপ্লবকে বাংলাদেশে নিজেদের পরাজয় হিসেবে ধরে নিয়েছে ভারত। আর এই পরাজয়ের প্রতিশোধ নিতে পার্বত্য চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রিত শক্তিকে কাজে লাগানোর অপচেষ্টা করছে।
শহীদ উল্লাহ চৌধুরী বলেন, নাথান বম যে ক্যাম্পেইন করার কথা বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেই একই দাবি তুলছে প্রকাশ্যে। ভারতীয় মিডিয়া যে সুরে কথা বলছে, পাহাড়ি উগ্রবাদী সংগঠনগুলো একইভাবে অপতৎপরতা চালাচ্ছে। এই অবস্থার উন্নতি করতে হলে পার্বত্য এলাকায় সেনা তৎপরতা বাড়ানোর বিকল্প নেই।
তবে শান্তিচুক্তির কারণে সেনা তৎপরতা বাড়ানো একটি জটিল প্রক্রিয়া। এ ক্ষেত্রে অন্যান্য বাহিনীর তৎপরতা বাড়ানো এমনকি নতুন করে বিশেষায়িত আধা সামরিক বাহিনী তৈরি করে পাহাড়ে নিয়োজিত করে পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারে। সূত্র : বাংলাদেশ গার্ডিয়ান।
নিউজ নাউ বাংলা /১২ এপ্রিল ২০২৫/ জেডআরসি