খেলা

পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেব: আকরাম খান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান দায়িত্ব ছাড়ছেন। হুট করেই আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুকে জানান এমনটা।

সোমবার ফেসবুক পোস্টে আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম জানিয়ে দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়ছেন আকরাম খান।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েএ বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে বুধবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেব।

আকরাম খান বলেন, পারিবারিকভাবে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু গত ৮ বছর ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে ছিলাম। আমাদের বোর্ড সভাপতি, যিনি আমার অভিভাবক, তার কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি।

তিনি বলেন, যত খারাপ বা ভালো সময় গিয়েছে সবসময় তিনি আমার সঙ্গে ছিলেন। উনার সঙ্গে আলাপ করে বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানাবো।

Related Articles

Leave a Reply

Back to top button