আন্তর্জাতিক

পানির নিচে পারমাণবিক ড্রোনের সফল পরীক্ষা চালালো উ.কোরিয়া

আবারও পানির নিচে হামলায় সক্ষম ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, ৪ থেকে ৭ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা চালানো হয়েছে।সূত্র: আল জাজিরা
সমুদ্র তলদেশে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে পারমাণবিক আন্ডারওয়াটার ড্রোন। জাহাজ এবং সাবমেরিনে হামলা চালাতে পারে নতুন ধরণের এই ড্রোন। যা সমুদ্রের গভীরে বিস্ফোরিত হয়ে ছড়াতে পারে তেজস্ক্রিয় সুনামি। ধ্বংস করতে পারে শত্রুর জাহাজ ও বন্দর।
বলা হয়, সমুদ্রের প্রায় ৫শ ফুট গভীরে গিয়ে আঘাত হানে পারমাণবিক আন্ডারওয়াটার ড্রোন। দু’সপ্তাহ আগে চালানো পরীক্ষায় বিস্ফোরণের আগে ৫৯ ঘণ্টার বেশি সময় পানির নিচে চলাচল করে নতুন ধরণের এই ড্রোনটি। গেলো বছর রেকর্ড সংখ্যক সমরাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যা অব্যাহত রয়েছে চলতি বছরও। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়ার জেরে সম্প্রতি উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে।
উত্তর কোরিয়া নতুন এই আন্ডারওয়াটার ড্রোন সিস্টেমকে হেইল-১ (Haeil-1) নামে উল্লেখ করেছে। উত্তর কোরীয় ভাষায় এর অর্থ ‘সুনামি’। শত্রুর পানির মধ্যে লুকিয়ে হামলা চালাতে এর ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
তবে বিশ্লেষকরা পানির নিচের যানটি মোতায়েনের জন্য প্রস্তুত কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বৈচিত্র্যময় অস্ত্র প্রদর্শন করতে বরাবরই আগ্রহী।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরীক্ষাটি পানির নিচের কৌশলগত অস্ত্র ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং এর মারাত্মক আক্রমণ ক্ষমতাকে পুরোপুরি প্রমাণ করেছে।’

Related Articles

Leave a Reply

Back to top button