জেলার খবর

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদযাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়, “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) (অতি:) তানিয়া আক্তার।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ দুর্নীতি দমন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুধী জন।

সভায় বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button