খেলা

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, করোনার কারণে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চত করা হয়েছে।

দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুন মাসে।

এর আগে পাকিস্তান সফরে এসে একের পর এক করোনা আক্রান্তের ঘটনা ঘটছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ-সবমিলিয়ে মোট আটজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করা হলেও ওয়ানডে সিরিজ চালিয়ে নেয়ার ঝুঁকি আর নিল না দুই বোর্ড।

১৮ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী বছর জুনে মাসে।

Related Articles

Leave a Reply

Back to top button