আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানে কাউন্টার টেররিজমের অফিসে জোড়া বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। খবর: আলজাজিরা।

সোমবার (২৪ এপ্রিল) খাইবার পাখতুন খোয়া প্রদেশে দুর্ঘটনায় আহত ৫০ জনের বেশি।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাবাল শহরে কাউন্টার টেররিজম বিভাগের কার্যালয়ে হয় এ বিস্ফোরণ। নিহতদের বেশির ভাগ কাউন্টার টেরোরিজম বিভাগের কর্মকর্তা। দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হচ্ছে।

শরিফুল্লাহ খান নামের এক পুলিশ কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, বহুতল ভবনটির নিচ তলায় ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। সেখান থেকে আগুন ধরে যায়। এরপরই এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেখানে কাবাল বিভাগ পুলিশ স্টেশন এবং রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর ছিল। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাউন্টার টেররিজমের অফিসে।

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত বলেছেন, পুলিশ এই বিস্ফোরণ ঘটিয়েছে নাকি এটি একটি হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button