
আন্তর্জাতিক
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে বরখাস্ত তিন ভারতীয় কর্মকর্তা
চলতি বছরের শুরুতে পাকিস্তানে দুর্ঘটনাবশত একটি ব্রাহমস ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ভারত। এ ঘটনায় ভারতের বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। [খবর এনডিটিভির]
ভারতের বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ৯ মার্চ দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ঘটনায় তদন্ত (কোর্ট অব ইকোয়ারি) কমিটি গঠন করা হয়।
তদন্তে দেখা গেছে, তিন কর্মকর্তার ভুলে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তেও ওই তিনজনকে দায়ী করা হয়েছিল। দ্রুত তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গত মার্চে ওই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দুঃখজনক বলে মন্তব্য করে এর জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করে। পাকিস্তান জানায়, তাদের দেশের ১০০ কিলোমিটার অভ্যন্তরে ওই ক্ষেপণাস্ত্র এসে পড়ে।