খেলালিড স্টোরি

পাকিস্তানকে পেছনে ফেলে দেশে ফিরবে বাংলাদেশ

বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। যার ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ করেছে।

‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান এক। তবে রানরেটে এগিয়ে থাকায় নাজমুল হোসেন শান্তর দল টেবিলের তিন নম্বরে থেকে দেশে ফিরবে। স্বাগতিক পাকিস্তান টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষের লজ্জায় ডুবল।

টানা বৃষ্টির কারণে টসই অনুষ্ঠিত হতে পারেনি। ক্রিকেটাররা গা গরমও করতে পারেননি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে বেশ কয়েকবার অনানুষ্ঠানিক মাঠ পরিদর্শন করেও কোনো সুখবর দিতে পারেননি ম্যাচ রেফারি আম্পায়াররা। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

ভারত ও নিউজিল্যান্ড দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনালের টিকিট কেটেছে। দুই দলের লড়াইটি গ্রুপসেরা নির্ধারণ করবে।

গত ২৫ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। বিরূপ আবহাওয়ার কারণে কোনো বল মাঠে গড়ায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button