সাহিত্য ও বিনোদন

পাইরেসির শিকার হয়েছে শাকিব-মাহির সিনেমা ‘নবাব এলএলবি’

গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় আই থিয়েটার অ্যাপে মুক্তি পায় শাকিব খান-মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’।

মুক্তির পরই পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফরম ‘আই থিয়েটার’ এ সিনেমাটির অর্ধেক অংশ (পার্ট- ১)মুক্তি পায়। নতুন বছরের ১ জানুয়ারি মুক্তি দেওয়া হবে দ্বিতীয় অংশ। সিনেমাটি দুই অংশে মুক্তি দেওয়াতে বেশ সমালোনার শিকার হচ্ছেন পরিচালক। সিনোটির নায়ক শাকিব খান নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে মু্ক্তির পর পরই পাইরেসির শিকার হয় ‘নবাব এলএলবি’। মু্ক্তির পর দিন থেকেই নানা মাধ্যমে পাওয়া যাচ্ছে সিনেমাটি। বিষয়টি প্রমাণসহ পরিচালকের নজরে এলে তিনি আইন-শৃঙ্খলাবাহিনীর দ্বারস্ত হয়েছেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button