আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের মালি সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, সোমবার চারটি গাড়ি দেশটির তিলাবেরি অঞ্চলের একটি বাজার থেকে লোকজনকে নিয়ে ফেরার সময় বন্দুকধারীরা সেগুলোর ওপর গুলি ছোড়ে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাইজারে বর্তমানে দুটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় আছে। এর একটি দেশটির পশ্চিমাঞ্চলীয় মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী এলাকায় ও অপরটি দক্ষিণপূর্বে নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে।

নাইজেরিয়ার সরকার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, “বানিবানগৌয়ের সাপ্তাহিক বাজার থেকে চিনেদোগার ও দারেই-দায়ে গ্রামে যাত্রীদের নিয়ে ফেরার সময় অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা চারটি গাড়ির গতিরোধ করে। তাদের বর্বর আক্রমণে ৫৮ জনের মৃত্যু হয়, একজন আহত হন; তারা বেশ কয়েকটি শস্য গুদাম ও দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং আরও দুটি গাড়ি জব্দ করেছে।”

এ হত্যাকাণ্ডের ঘটনায় ‍বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে নাইজার সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button