আন্তর্জাতিক

পশ্চিমবাংলার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে এনআরসি।

এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি মানুষের মধ্যে বিভাজন এবং তাদের হেনস্থা করার একটি মাধ্যম বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ বিষয়ে জোর প্রতিবাদ তোলার আহবান জানিয়েছেন তিনি। তবে বরাবরের মতোই বিজেপির অভিযোগ, তূণমূল ভোটের রাজনীতি করছে।
আসামের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রকাশের পর পশ্চিমবঙ্গেও আতঙ্ক। উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনীতি।
তৃণমূল নেতাদের এনআরসি নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের কার্যকরী কমিটির বৈঠকে মমতা বলেন, তার দল ধর্মের ভিত্তিতে বিভাজনে বিশ্বাস করে না। তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে সেসময় এসেছিলেন তারা সকলেই এখন ভারতের নাগরিক ।
তবে বিজেপির অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। গত মাসে বিজেপি সভাপতি অমিত শাহ, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রচার জোরদার করতে রাজ্যের দলীয় নেতাদের নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button