
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে এনআরসি!
পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি করার বিষয়ে মোদী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী।
সরকারের ১০০ দিন উপলক্ষে পশ্চিমবঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্মৃতি। বলেন, অনুপ্রবেশকারীদের আটকাতে পশ্চিমবঙ্গসহ গোটা দেশেই নাগরিক পঞ্জি হবে। এটা বিজেপির ঘোষিত সিদ্ধান্ত বলে জানান তিনি। পরে, ১০০ দিনে মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন স্মৃতি। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ থেকে নাগরিক পঞ্জির সবই মোদী সরকারের সাফল্য হিসেবে ব্যাখ্যা করেন এই মন্ত্রী।