জাতীয়
পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে।
এসময় যাত্রী সাধারণের প্রতি অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য অনুরোধও জানান আইজিপি।