বিনোদন

পরী-বুবলীর বাকযুদ্ধে এবার খোঁচা দিলেন অপু

গেলো ২১ মার্চ  ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল। তবে জন্মদিন যেন ঠিকভাবে কাটাতেই পারেছন না চিত্রনায়িকা বুবলী।

ছেলের বিশেষ দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন বুবলী। সেই ভিডিওই যেন কাল হলো বুবলীর জন্য।

পাঁচ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে মাতৃত্ব ও ছেলেকে নিয়ে সংগ্রামের কথা তুলে ধরেন বুবলী। বলেন, করোনা মহামরিতে যুক্তরাষ্ট্রে একাকী ছেলের সঙ্গে কীভাবে দিন পার করেছেন নায়িকা।

বুবলীর পোস্টের পরেই ঢালিউডের আরেক নায়িকা পরীমণি নাম উল্লেখ না করে সোশ্যালে একটি স্ট্যাটাস দেন। তারপর সোশ্যালে ভার্চ্যুয়ালি লড়াই শুরু হয় পরী-বুবলীর। এবার সেই লড়াইয়ে শামিল হলেন অপু বিশ্বাস।

পরীমণি তার স্ট্যাটাসে লেখেন, ‘পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’

এই স্ট্যাটাসের পাল্টা উত্তর দিয়েছেন বুবলী। তিনি তার ভিডিওর কমেন্ট বক্সের ঘরে দীর্ঘ মন্তব্য করেন। লেখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। এই দীর্ঘ মন্তব্যে সিন্ডিকেট নিয়েও ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী বুবলী।

এর পরেই পরী আবারও ফেসবুকে লেখেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখলো ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিলো। আমি শিউর।’

এবার পরী-বুবলীর এই বাকযুদ্ধে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা অপু বিশ্বাস। নিজের একটি ছবি পোস্ট করে অপু লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

অপু বিশ্বাসের এ স্ট্যাটাসের অর্থ বুঝতে বাকি নেই নেটিজেনদের। কেউ কেউ বলছেন, বুবলীকে খোঁচা দিলেন অপু! এ রকম বহু মন্তব্যই দেখা যাচ্ছে ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

Related Articles

Leave a Reply

Back to top button