সাহিত্য ও বিনোদন

পরীমনি গ্রেফতারের পর এবার আলোচনায় সিয়াম

মাদক মামলায় পরীমনি গ্রেফতারের পর এবার চলচিত্র অঙ্গনে আলোচনায় সিয়াম আহমেদ।

কারণ এ জুটির তৃতীয় ছবি। এ ছবির নাম ‘বায়োপিক’। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনা আর নির্মাতা সঞ্জয় সমাদ্দারের এ ‘বায়োপিক’ ছবিটি আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাদক মামলায় আটক পরিমনির কারণে এ ছবির ভবিষ্যত নিয়ে নানা আলোচনা হচ্ছে। সবার প্রশ্ন ছবিতে সিয়াম আহমেদের নায়িকা কে হবেন পরীমনি নাকি অন্যকেও?

এ বিষয়ে পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, আমাকে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, তারা এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন। সবকিছু দেখে সিদ্ধান্ত নিবেন, নতুন কাউকে নেয়া হবে নাকি পরীকেই নিয়ে কাজটা করা হবে। এটা আসলে পুরোটা তাদের হাতে।

চলচিত্র জগতে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে পরীমনি জুটি বাঁধেন গত বছরের ১১ ডিসেম্বর ‘বিশ্বসুন্দরী’ সিনেমার মাধ্যমে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিয়াম-পরীর দ্বিতীয় ছবি। যেটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এরপর তারা জুটি বাঁধেন তৃতীয় ছবিতে। ছবর নাম ‘বায়োপিক’।

Related Articles

Leave a Reply

Back to top button