সাহিত্য ও বিনোদন

পরীমনির সাড়ে ৩ কোটি টাকার গাড়িটি কে দিয়েছে?

নায়িকা পরিমনি আটকের পর থেকেই সব মহলেই তার বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, বিদেশে ভ্রমণ- এসব নিয়ে জল্পনা-কল্পনা লেগেই আছে। এবার নতুন করে আলোচনায় পরীমনির সাড়ে ৩ কোটি টাকার গাড়ি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ফিয়াট অটোমোবাইলস্-এর ‘মাসেরাতি’ ব্র্যান্ডের সাড়ে তিন কোটি টাকা দামের ওই গাড়িটি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে কেনননি, দেশের একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের ভিত্তিতে পরীমনি তার কাছ থেকে গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন।

সূত্রে আরো জানা যায়, পরীমনির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনিও নজরদারিতে রয়েছেন।

গাড়িটি কি পরীমনির কেনা? নাকি উপহার পাওয়া? নাকি আদৌ কেনা হয়নি? ধারণা করা হচ্ছে, এসব প্রশ্নের উত্তর উঠে আসবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে।

Related Articles

Leave a Reply

Back to top button