বিনোদুনিয়া

পরীমণি যখন কাকতাড়ুয়া!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে কাকতাড়ুয়া বলে জানান দিলেন জনপ্রিয় নায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমিই তো…’।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি একটা কাকতাড়ুয়া। আমি মেঘ পাহারা দেই।’ কথাটি দুটি পরপর দু’বার বলেন।

এ সময়ের আলোচিত আর জনপ্রিয় নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। নানা সময়ে নানা পোস্ট করে হয়েছেন আলোচিত-সমালোচিত।

এর আগে ঈদের ছুটিতে কক্সবাজারে গিয়ে প্রায় প্রতিদিনই ফেসবুকে ছবি পোস্ট করেছেন পরীমণি।

তবে এর মাঝে নিজের উন্মুক্ত বেবিবাম্পসহ ছবি পোস্ট করা নিয়ে নেটমাধ্যমে কম আলোচনা-সমালোচনা হয়নি। কেউ কেউ তার সাহসের প্রশংসা করলেও বেশির ভাগই কড়া সমালোচনা করেছেন।

পরীমণির পোস্টে কারো কোনো ধরণের মন্তব্য করার উপায় নেই। কারণ, পরী কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন। নেটজনতার বিরূপ মন্তব্য ঠেকাতেই এমন পন্থা বেছে নেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button