পরীমণির সংসার টিকবে না, ওরা দুজনেই কাক: ঝন্টু

পরীমণি ও রাজকে ‘কাক’ বলে সম্বোধন করলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। পরী-রাজের সংসার টিকবে না বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।
ঝন্টু বলেন, পরীমনিকে ইতোমধ্যে সবাই চেনে। এর আগেও নানান কারণে তাকে সমালোচিত হতে দেখা গেছে। জেলও খেটেছেন। যদিও তাদের সমসাময়িক সংসার টিকে থাকতে পারে। কোনো একদিন দেখা যাবে ভেঙে গেছে। আমার মতে, পরীমনিও কাউয়া, রাজও কাউয়া; ওদের সংসার কোনো দিন টিকবে না। বরং আমাদের চলচ্চিত্রের সুনাম ক্ষুণ্ন করছে এই দম্পতি। হয়তো নতুন প্রজন্ম ভাববে চলচ্চিত্র মানেই এ রকম।
আগের দিনের অভিনেত্রীদের উদাহরণ টেনে এ পরিচালক আরও বলেন, আমাদের সময় তো নায়িকা শাবানা, ববিতা, সুচরিতা, কবরীর মতো নায়িকাদের সংসার জীবন দেখেছি। তারা সিনেমার বাইরে এসব নিয়ে কখনো মাথা ঘামাননি। আর এখন সবাই আসলে আলোচনায় থাকতে চায়। এগুলো চলতে চলতে আসলে ফ্যাশন হয়ে গেছে। তাতে আমাদের সম্মানহানি হচ্ছে। চলচ্চিত্রের মানুষের নাম শুনলেই এখন মানুষ আতঙ্কে থাকেন। তাদের আসলে এসব কে বোঝাবে। শুধু বলব, ওদের আল্লাহ হেদায়েত দান করুক।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে শোবিজে সবচেয়ে আলোচিত নাম পরীমণি ও শরিফুল রাজ। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী।