রাজনীতি

পরিবেশ দিবসে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবে ছাত্রলীগ

আগামীকাল বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবে বাংলাদেশ ছাত্রলীগ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়েছে। সেখান থেকে দেশকে রক্ষায় ছাত্রলীগ এ উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এ কর্মসূচি সম্পর্কে জানানো হয়। বলা হয়, বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ যেসব উদ্যোগ ও কর্মকাণ্ড গ্রহণ করেছে তা সরাসরি প্রাণ-প্রকৃতিতে প্রভাব ফেলবে, দেশের মানুষকে জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গভীরভাবে সচতেন করবে, তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি প্রশমণ করবে, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে অবদান রাখবে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব প্রশমনে বাংলাদেশের তরুণদের এই প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যান্য সমাজ-রাষ্ট্রের তরুণদের অনুপ্রাণিত করবে।

Related Articles

Leave a Reply

Back to top button