জাতীয়

পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ ও ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী আজ সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ রোববার ঢাকার কামরাঙ্গিচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করা ঠেকাতে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ২৬টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৮০ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১টি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

এদিকে, সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু করা হবে।

তিনি আরও বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Back to top button