জাতীয়

পরাজিত শক্তি দেশকে অকার্যকর করতে চায়: আমির হোসেন আমু

দখলদার বাহিনী পুড়ে যাওয়া ভবন গুলোতে তাদের নমুনা রেখে গেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
সোমবার (২৯ জুলাই) মহাখালীতে সহিংসতা ও অগ্নিসংযোগে ভস্মীভূত সেতু ভবন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি জানান, পরাজিত শক্তি এই দেশকে অকার্যকর করতে চায়। তিনি বলেন, ছাত্ররা বারংবার বলেছেন ধ্বংসযজ্ঞের সাথে ছাত্ররা জড়িত নয়, কিছু দুর্বৃত্তরা এই কাজ করেছে। দুষ্কৃতকারী এই কাজ করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নজিবুল বসর মাইজ মান্ডারী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃনাল কান্তি দাশ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ফজলে হোসেন বাদশা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button