জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সাথে কানাডার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে বিদায়ী কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

আজ সোমবার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈঠকে তারা কৃষিতে উন্নয়ন অংশীদারিত্ব, নার্সিং ও দক্ষতা উন্নয়ন, বাণিজ্য বহুমুখীকরণ, বিদেশী বিনিয়োগ এবং জনগণের সাথে যোগাযোগসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনারকে তার আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

হোসেন উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে তার উত্তরসূরিকে অন্তর্বর্তী সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Back to top button