রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিউইয়র্ক আ’লীগের মতবিনিময় সভা আজ

জাতিংসংঘে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবসের বিশেষ সভায় যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গতকাল বুধবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্র পোঁছান। তিন দিনের সফরে জাতিসংঘের বেশ কয়েকটি অধিবেশনে যোগ দেবেন তিনি। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শাখা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মতবিনিময় সভায়ও অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার (২৯ মে) সন্ধায় দলীয় নেতাকর্মীরা জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল। আগামী শুক্রবার (৩১ মে) তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
হাছান মাহমুদের মতবিনিময় সভার আয়োজন করার কথা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। কিন্তু নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ এই মতবিনিময় সভার আয়োজন করবে। এ বিষয়ে জানতে চাইলে নিউইয়র্ক আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, দলীয় নেত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল জানান, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, মতবিনিময় সভা নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ব্যানারে হবে। আমরা সেই মোতাবেক সব ধরনের প্রস্তুতি নিয়েছি। মতভেদ ভুলে সব নেতাকর্মীরাই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বলে তিনি আশা করছেন।
দলীয় একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই গ্রুপের প্রকাশ্য বিবাদের কারণে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো অংশের অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। আর এ কারণেই নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button