বিনোদুনিয়া
পরনে ৬০০ টাকার শাড়ি, হাতে বিদেশি লাখ টাকার ব্যাগ! কঙ্গনাকে ‘ভণ্ড’ তকমা

৬০০ টাকার শাড়ি পরে দেশি ব্র্যান্ডদের প্রচার করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। কালো পাড়ের নীল রঙের একটি শাড়ি পরে দেখা মেলে তার। হাতের ব্যাগটিও নজর এড়ায়নি কারও। ক্যাপশনে কঙ্গনা জানিয়েছেন, শাড়িটি কলকাতা থেকে মাত্র ৬০০ টাকায় কিনেছিলেন তিনি।
কঙ্গনা লিখেছেন, ‘স্টাইল মানে শুধু আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর দাসত্ব করা নয়। অতি জাতীয়তাবাদী হও। নিজেদেরগুলো প্রচার করো। তোমার প্রত্যেকটা কাজ দেশের জন্য লাভবান হওয়া চাই। স্থানীয় জিনিস কিনলে বহু মানুষের পেট ভরবে। স্থানীয়র জন্য সুর চড়াও। জয় হিন্দ।’
মূলত, ভারতের বিজেপি সরকার প্রধান নরেন্দ্র মোদির নির্দেশ খুব মেনে চলেন কঙ্গনা। মোদি বরাবর দেশি ব্র্যান্ডগুলোর প্রচার এবং ব্যবহারের ওপরে জোর দেওয়ার কথা বলেন। বিদেশি ব্র্যান্ড আপন করার থেকে নিজেদের দেশের তৈরি জিনিস বেছে নেওয়া পরামর্শ দিয়েছেন। আর তাই এই প্রচারের পন্থা বেছে নিয়েছে কঙ্গনা রানাউত।
কিন্তু ভাইরাল হওয়ার সাথে সাথেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হলো তারকাকে।
৬০০ টাকার শাড়ি কঙ্গনা পরেছেন ঠিকই, কিন্তু তার হাতের বিদেশি ব্র্যান্ডের ব্যাগটির ভারতে বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
নেটিজেনরা তাই অনেকে কটাক্ষ করেছেন, ৬০০ টাকার শাড়ি পরে দেশি জিনিসপত্রের জন্য সুর চড়াচ্ছেন কঙ্গনা, বিদেশি ব্র্যান্ডের কাছে মাথানত করতে বারণ করছেন। এদিকে নিজেই বিদেশি জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
অভিনেত্রীকে ‘ভণ্ড’ বলেও খোঁচা দিয়েছেন অনেকে।