জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ

কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র জানায়, সেতু বিভগের পক্ষ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ই-মেইলে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ কার্ডের হার্ড কপি পাঠানো হবে।

বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠান সব সময় ভালো কাজ করে এমন কোনো নিশ্চয়তা নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেছেন, বিশ্বব্যাংকের মাধ্যমে যারা হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে সেই ক্ষতি স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। বিশ্বে বড় ঋণদানকারী এই সংস্থা যে বড় একটি অন্যায় করেছে, তা স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত।

আর মাত্র সাত দিন পর আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button