জাতীয়লিড স্টোরি

পদ্মা সেতুতে প্রথমদিনে ২ কোটি ৯ লাখ টোল আদায়

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়েছে রবিবার (২৬ জুন) সকাল ৬টায়। যান চলাচল শুরুর প্রথমদিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। গতকাল রবিবার ভোর ৬টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত যানবাহন টোলের এই হিসেব দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক)।
গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য গতকাল রবিবার (২৬ জুন) সকাল ছয়টা থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।
পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় প্রথমদিন পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলেছে। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) সূত্র বলেছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই মোটরসাইকেল। অবশ্য আজ ভোর ৬টা থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছে।
বাসেকের তথ্য অনুসারে, প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এপথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button