বিনোদনসাহিত্য ও বিনোদন

পদ্মশ্রী পুরস্কার পেলেন রাবিনা ট্যান্ডন

বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা রাবিনা ট্যান্ডন পেলেন পদ্মশ্রী পুরস্কার। খবর: ইন্ডিয়া টুডের।

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা হলো পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকা। এ তালিকায় রাবিনা ট্যান্ডন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী- এই তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারত সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

১৯৭৪ সালে মুম্বাইয়ে জন্ম রাবিনার। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। আর প্রথম ছবিতেই তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।

এ ছাড়াও নব্বইয়ের দশকে বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন। তার মধ্যে অন্যতম হলো দিলওয়ালে, মোহরা, খিলাড়িয়ো কা খিলাড়ি, জিদ্দি। বলিউড ছাড়াও তামিল, তেলেগু, বাংলা, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন।

বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতেও কাজ করেছেন তিনি। কাজ করছেন ওয়েব সিরিজেও।

Related Articles

Leave a Reply

Back to top button